চট্টগ্রামের দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম শুরু

সারাদেশের মতো চট্টগ্রামেও শুরু হল করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর টিকা গ্রহণ করে এ কর্মসূচি শুরু করেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে নগরের বিভিন্ন হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে এ কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন সহকারী সিভিল সার্জন ডা. মো. আসিফ খান।
তিনি আরো জানান, এসএমএস এ দেয়া নির্ধারিত তারিখে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করা যাবে। এসএমএস না আসলে প্রথম ডোজ গ্রহণের তারিখ হিসাব করে দুই মাস পরের তারিখে দ্বিতীয় ডোজের জন্য আসতে পারবেন টিকা গ্রহণকারীরা।
জানা গেছে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫০ হাজার ১৩০ ডোজ টিকা মজুত আছে। এছাড়া শুক্রবার (৯ এপ্রিল) ৩ লাখ ৬ হাজার ডোজ টিকা আসার কথা রয়েছে। মহানগরীর ১০টি এবং জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফৌজাদারহাটের বিআইটিআইডি কেন্দ্রে প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।
গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে করোনার টিকা প্রথম ডোজ প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়। এখন পর্যন্ত চট্টগ্রামে ৪ লাখ ৩৪ হাজার ৬১৫ জন টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে সিটি করপোরেশন এলাকায় ২ লাখ ৪২ হাজার ২০৬ জন এবং উপজেলায় ১ লাখ ৯২ হাজার ৪০৯ জন।
টাইমস/এসজে