কয়েক ঘন্টার সফরে ঢাকায় আসছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক দূত জন কেরি ঢাকা সফরে আসছেন। কয়েক ঘন্টার জন্য তিনি ঢাকায় অবস্থান করবেন।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে দিল্লি থেকে মার্কিন বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে জন কেরি ঢাকায় পৌছাবেন।
জানা গেছে, সফরকালে জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে জো বাইডেনের পাঠানো ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’ এর নিমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন তিনি। আগামী ২২ ও ২৩ এপ্রিল জলবায়ু শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এছাড়া ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীনের সঙ্গে বৈঠক করবেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
টাইমস/এসএন