হবিগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আমির খান শিপন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চুনারুঘাট পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর এলাকার গড়াইল গ্রামের নাছির খানের ছেলে।
বুধবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগে নেতা শিপন ও চান মিয়া নামের অপর এক যুবক চুনারুঘাট থেকে মোটরসাইকেলযোগে মাধবপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌছলে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে আমির খান শিপন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার শিকার চান মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটি আটক করেছে।
টাইমস/এসএন