‘হিট শকে’ পুড়ে গেছে হাওরাঞ্চলের বোরো ধান

নেত্রকোনার হাওরাঞ্চলে বয়ে যাওয়া হঠাৎ দমকা গরম বাতাসে নষ্ট হয়ে গেছে হাওরসহ জেলার বিভিন্ন এলাকার বোরো ধানের শীষ। রোববার বিকালে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টিহীন গরম ঝড়ো বাতাস বয়ে যায় হাওরাঞ্চলের ওপর দিয়ে। এতে ১১৬ কোটি টাকার বোরো ফসলের ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান এসব তথ্য জানান।
জেলার অন্যান্য উপজেলায় ক্ষতি কম হলেও মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী উপজেলায় বেশি ক্ষতি হয়েছে। হঠাৎ করে বোরোর এমন ক্ষতি হওয়ায় হতাশায় পড়েছেন বিভিন্ন এলাকার চাষীরা।
জানা গেছে, প্রায় পাঁচ ঘণ্টার এই বাতাসের মধ্যে অন্তত ১০ মিনিট ধরে চলে গরম বাতাস। এতে বোরোসহ জেলায় অন্তত ১৪ হাজার ৮৯০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ১১৬ কোটি ১২ লাখ টাকার বেশি। এর মধ্যে সাত হাজার ৪৪৪ হেক্টর জমির বোরো ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞানীরা এই ক্ষতির কারণ হিসেবে চিহ্নিত করেছেন গরম ঝড়ো বাতাস বা ‘হিট শক’।
মঙ্গলবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ হাবিবুর রহমান জানান, ক্ষতিগ্রস্থ কৃষকরা যেনো সরকারের সহযোগিতা পায়, তার জন্য কৃষকদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
টাইমস/এসজে/এসএন