শেরপুরে স্ত্রী-ছেলেকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে আগুন

বগুড়ার শেরপুরে স্ত্রী-ছেলেকে হত্যার উদ্দেশ্যে বাড়ির দরজা বন্ধ করে আগুন দেয়ার অভিযোগ উঠেছে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে শেরপুর পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, ৪ বছর আগে বরিশালে দ্বিতীয় বিয়ে করেন নজরুল ইসলাম। এরপর থেকে প্রথম স্ত্রী শাহনাজকে কোন খরচ না দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছে। শনিবার সকাল ৯ টায় বাড়িতে এসে ছেলে নোমান তার স্ত্রী মুক্তা ও মা শাহানাজ খাতুনকে বেধড়ক মারপিট করে বাড়িঘর ভাঙচুর করে এবং ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে নজরুল। এসময় তারা জীবন রক্ষার্থে ৯৯৯ নাম্বারে ফোন করলে শেরপুর থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আরও ক্ষিপ্ত হয়ে বেলা ১১ টার দিকে ঘরের দরজা ও বাড়ির গেট বন্ধ করে দিয়ে স্ত্রী-ছেলে পুত্রবধূকে হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেয় নজরুল ইসলাম। আগুন দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় শাহনাজ বেগম বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হত্যার উদ্দেশ্যে বাড়ির দরজা বন্ধ করে আগুন লাগানো হয়েছে বলে জানান নজরুলের পুত্র নোমান। ঘটনার পর নজরুল পলাতক রয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. ফিরোজ আহম্মেদ জুয়েল জানান, পারিবারিক কলহের জের ধরে নজরুল ইসলাম তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। পরে ফায়ার সার্ভিসেরকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
টাইমস/এসজে