লকডাউনেও চলবে যেসব ট্রেন

প্রতিকী ছবি
লকডাউন চলাকালে জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সবধরণের যাত্রীবাহী ট্রেনের চলাচল বন্ধ থাকবে। আগামী সোমবার থেকে কার্যকর হচ্ছে লকডাউন। চলবে টান এক সপ্তাহ।
শনিবার (৩ এপ্রিল) বিকাল ৩টার দিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গণমাধ্যমকে লকডাউনকালীন ট্রেন চলাচলের বিষয়ে অবগত করেন।
মন্ত্রী গণমাধ্যমকে বলেন, করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন ছাড়া আর কোনও উপায় ছিল না। যে কারণে সরকার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু লকডাউনে যেন দেশে খাদ্য সরবরাহ ব্যাহত না হয়, সেজন্য খাদ্যপণ্যবাহী ট্রেন চলাচল করবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে এসব ট্রেনের কর্মকর্তা-কর্মচারীরা কাজ করবেন।
এর আগে শনিবার (৩ এপ্রিল) সকালে করোনা সংক্রমণ রোধে লকডাউনের ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে লকডাউন কার্যকর হবে বলে জানান সেতুমন্ত্রী। এরপরই দেশে লকডাউন নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
এর আগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কয়েক দিন আগে দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার। নির্দেশনায় সকল ধরনের জনসমাগম সীমিত, উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ, যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম সীমিত করার নির্দেশনা দেয় সরকার।
টাইমস/এসএন