মেডিকেল ভর্তি পরীক্ষা বিষয়ে ডিএমপি কমিশনারে নির্দেশনা

ফাইল ছবি
আগামীকাল শুক্রবার সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে পরীক্ষা। করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে যেতে হবে। পরীক্ষা দেয়ার সময় কোনও ধরণের ইলেকট্রনিক্স ডিভাইস শিক্ষার্থীরা সঙ্গে রাখতে পারবেন না।
বুধবার (৩১ মার্চ) ডিএমপি সদর দপ্তরে মেডিক্যাল ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
সভায় ডিএমপি কমিশনার বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মাস্ক পরে কেন্দ্রে আসার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানার, স্যানিটাইজার স্প্রে বসানো হয়েছে।
তিনি জানান, পরীক্ষা নির্বিঘ্ন করার জন্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। সেই সঙ্গে থাকবে ভ্রাম্যমাণ আদালত। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ও কলম ছাড়া আর কোনও কিছু সঙ্গে নিতে পারবেন না। যেকোন ধরণের ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে গুজব বা প্রোপাগান্ডা রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করা হবে। এছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধে সবধরণের প্রস্তুতি নিয়েছে ডিএমপির সাইবার সিকিউরিটি বিভাগ।
টাইমস/এসএন