করোনা রোধে সবকিছু নিয়ন্ত্রণ করতে হতে পারে : প্রধানমন্ত্রী

ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে সবকিছু নিয়ন্ত্রণ করতে হতে পারে। দেশে করোনা মহামারী ঊর্ধ্বমুখী হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হবে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে এ কথা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, করোনা আমরা প্রায় নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম, কিন্তু গোটা বিশ্বেই করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দেশেও প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে গেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, টিকা নেওয়ার পর মানুষের উদাসীনতা বেড়ে গেছে। বিয়ে-পর্যটনসহ নানা কারণে যারা বেশি বেশি ঘুরে বেড়িয়েছেন তারাই করোনা আক্রান্তা হয়েছেন।
মাস্ক পরাসহ ও যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ রোধে জনসমাগম সীমিত করতে হবে। সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে।
টাইমস/এসএন