রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত চার

চট্টগ্রামের রাউজান উপজেলায় সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দেওয়ানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটো রিকশার চালক মো. কামরুল ইসলাম (২৭) এবং যাত্রী মো. মোরশেদ (৩৮), মো. ইদ্রিস (৫৫) ও মো. সিরাজ।
রাঙ্গুনিয়া থানার এসআই হুমায়ন কবির জানান, চট্টগ্রাম থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল অটো রিকশাটি। পথে বিপরীত দিক থেকে আসা বালিবাহী একটি ট্রাকের সঙ্গে অটো রিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটো রিকশার চার আরোহীর মৃত্যু হয়।
রাউজান ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার লিটন হাওলাদার জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রাস্তা থেকে দুটি এবং অটোরিকশায় আটকে থাকা দুটি লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে।
পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন এসআই হুমায়ন কবির।
টাওমস/এসজে