বাঘাইছড়িতে জনসংহতি সমিতির কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়া গ্রামে নিজ দলের সদস্যের গুলিতে নিহত হয়েছেন জনসংহতি সমিতির (এমএন লারমা) এক কর্মী। বুধবার ভোররাতে জনসংহতি সমিতির কার্যালয়ে বিশ্বমিত্র চাকমা ওরফে যুদ্ধ চাকমাকে (৩২) গুলি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ির বাবুপাড়া এলাকায় জনসংহতি সমিতির কার্যালয়ে কয়েকজন কর্মী ঘুমচ্ছিলেন। ভোররাত আড়াইটার দিকে সুজন চাকমা নামের এক সদস্য ভারী অস্ত্র দিয়ে বিশ্বমিত্র চাকমাকে অতর্কিত ভাবে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে কিছু ভারি অস্ত্র ও গোলাবারুদ নিয়ে পালিয়ে যায় সুজন। বুধবার ভোরে পুলিশ ও বিজিবির সদস্যরা লাশ উদ্ধার করেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।
টাওমস/এসজে