ঘরোয়াভাবে দলীয় কার্যক্রম চালানোর নির্দেশ ওবায়দুল কাদেরের

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সারা দেশে আওয়ামী লীগের সব কার্যক্রম ঘরোয়াভাবে করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। বলেন স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘরোয়াভাবে সব কার্যক্রম পালন করার আহ্বান জানান তিনি।
এসময় দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানার কাজ অর্ধেক জনবল দিয়ে চালানোর আহ্বান জানান ওবায়দুল কাদের। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা এবং জনসমাগম সীমিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভাগীয় পর্যায়ে দলের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনর্বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে চট্টগ্রাম বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিলেট বিভাগে আহমদ হোসেন এবং রংপুর বিভাগে সাখাওয়াত হোসেন শফিক দায়িত্ব পেয়েছেন বলেও জানান তিনি।
টাইমস/এসজে