গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গাছের সঙ্গে ইটবোঝাই ট্রলির ধাক্কায় পড়ে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়া-বলখেলা বাজার আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ (১৮) ময়মনসিংহের ধোবাউড়া থানার খাটখড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। অপরজন একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে আবু বক্কর (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইটবোঝাই একটি ট্রলি কাপাসিয়ার দিকে যাচ্ছিল। কাপাসিয়া-বলখেলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানকে সাইট দিতে গিয়ে ট্রলিটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে খাঁদে পড়ে যায়। এ সময় ট্রলিতে বসা দুই শ্রমিক ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাহিদ হাসান খান জানান,এ ঘটনায় আহত ট্রলি চালক গাজীপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
টাইমস/এসজে