বঙ্গবন্ধু মেডিকেলের ভিসি হলেন ডা. শারফুদ্দিন আহমেদ

ফাইল ছবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। একাদশ ভিসি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি প্রতিষ্ঠানটির সদ্য সাবেক ভিসি ডা. কনক কান্তি বড়ুয়ার স্থলাভিষিক্ত হলেন।
সোমবার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিলন হলে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জানা গেছে, আগামী তিন বছরের জন্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এ পদে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি বিএসএমএমইউর কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডা. শারফুদ্দিন আহমেদ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) থেকে এমবিবিএস সম্পন্ন করেন।
টাইমস/এসএন