নড়াইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন

নড়াইলে মাদক মামলায় এক নারী মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২৯ মার্চ) সকালে জেলার দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৬ জুলাই সদর থানা এলাকা থেকে ৩২ বোতল ফেনসিডিলসহ শেফালী বেগমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ডিবির এএসআই মো. শাহাবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেফালীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযুক্ত শেফালী আটক হওয়ার পর কিছু দিন জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি আদালতে নিয়মিত উপস্থিতও হয়েছেন। কিন্তু রায়ের ধার্য দিন সোমবার হাজির না হলে আসামির অনুপস্থিতিতেই তাকে এ দণ্ডাদেশ দেয়া হয়।
টাইমস/এসজে