লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ৪ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন- কক্সবাজার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের মো. আয়াচ (৩৬), শাহ আলম (জেকব) (৩৪) ও জাহাঙ্গীর আলম।
হাইওয়ে পুলিশের দোহাজারী থানার পরিদর্শক মো. আব্দুর বলেন, মহাসড়কের পদুয়া বাজার এলাকায় কক্সবাজারমুখী মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়। আহত অবস্থায় জাহাঙ্গীর ও আয়াতকে চকরিয়া সিটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত ৪ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল হতে ট্রাক ও নোহা গাড়ি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
টাইমস/এসজে