বছরের প্রথম ‘সুপারমুন’ দেখা যাবে রোববার

বছরের প্রথম সুপারমুন দেখা যাবে রোববার (২৮ মার্চ) রাতে। শনিবার মধ্যরাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত দেখা যাবে বিরল এক চাঁদ। তিনদিন আকাশে সুপারমুন দেখা গেলেও রোববার রাতে সবচেয়ে বড় আকার ধারণ করবে চাঁদ।
নাসার এক বিবৃতি বলা হয়েছে, রোববার মধ্যরাতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ ও সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে। যে কারণে চাঁদের আকার হবে বড় ও ঝলমলে।
নাসা জানিয়েছে, চাঁদের এমন বড় আকারকে ১৯৭৯ সাল থেকে ‘সুপারমুন’ নাম দেয়া হয়।
টাইমস/এসএন