‘রোদে পোড়া শরীর, নায়িকাদের রূপে বিলীন’

ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিন। তিনি দশম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

একাদশ সংসদ নির্বাচনে নিজের মনোনয়ন না পাওয়া, আওয়ামী লীগের মাঠের কর্মীদের মূল্যায়ন না করা এবং সংরক্ষিত নারী আসনে নায়িকাদের মনোনয়ন ফরম সংগ্রহ নিয়ে সোমবার বাংলাদেশ টাইমসের সঙ্গে কথা বলেছেন সাবিনা আক্তার তুহিন।

তিনি বলেছেন, আমি আওয়ামী লীগকে ভালোবাসি আর শেখ হাসিনা আপাকে ভালোবাসি। তবে এখন তো আওয়ামী লীগে হাইব্রিডদের দিয়ে নেতৃত্ব দেয়া হচ্ছে। যারা এক সময় বিএনপির নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকেও আওয়ামী লীগে নেয়া হচ্ছে।

‘অথচ যারা আওয়ামী লীগের কর্মী হয়ে সারা জীবন রাজনীতি করেছেন, তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। তাই আমি আর নেতৃত্ব দিতে চাই না। আমি কর্মী হয়েই থাকতে চাই।'

আওয়ামী লীগের সাবেক এই এমপি আরও বলেন, নায়ক-নায়িকাদের এতো ভিড়ে আমাদের আর দেখা পাওয়া কঠিন। আন্দোলন সংগ্রামে রোদে পোড়া শরীর এখন নায়িকাদের রূপে বিলীন। ক্ষমতায় থাকতে যত নায়িকাকে দেখা যাচ্ছে, বিরোধী দলে থাকতে তাদের তো দেখি নাই।

আক্ষেপ করে তিনি বলেন, মেয়ে হওয়ায় পুরুষের চাইতে বেশি কাজ করলেও সাধারণ আসনে নমিনেশন দেয়া যাবে না। আমি একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিলাম। কিন্তু তাও দেয়া হয়নি।

সরকারি দলের চাইতে তো বিরোধী দল থাকাকালীন ভালো ছিলাম উল্লেখ মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি আরও বলেন, তখন নিজেদের দল নিজেদের ছিল। এখন মহাবিপদ। আমাদের দল ছিনতাই করছে বিএনপি থেকে আমদানি করা নায়িকারা। যারা বিএনপির রাজনীতি করেছেন, তারাও নমিনেশন ফরম কিনেছেন। এরকম কয়েকজন নায়িকাকেও আমি ব্যক্তিগতভাবে চিনি বলে জানান তিনি।

বাংলাদেশ টাইমসকে সাবিনা আক্তার বলেন, আমরা দীর্ঘদিন রাজনীতির মাঠে সক্রিয় ছিলাম। রাজনীতির মাঠ কোনো অভিনয়ের মঞ্চ না। এটা বাস্তবভিত্তিক সংগ্রামের জায়গা। তাদের শুধু অভিনয়ের মঞ্চেই মানায়, রাজনীতির মাঠে নয়।

রাজনীতিতে নায়ক নায়িকাদের আসতে চাওয়াটা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

 

টাইমস/টিআর/এইচইউ/এক্স

Share this news on:

সর্বশেষ

img
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান Mar 29, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024
img
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ Mar 29, 2024
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড Mar 28, 2024
img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024
img
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত Mar 28, 2024
img
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ Mar 28, 2024
img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024
img
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৮৯.৯৩ শতাংশ ফেল Mar 28, 2024