কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন রিতু

রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে বিপুল ভোটে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন রাবেয়া সুলতানা মিতু। হ্যাঙ্গার প্রতীকে নিয়ে তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৩০৮।

রোববার (২৮ এপ্রিল) বিকেলে আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আজাদুল হেলাল।

তিনি বলেন, রাবেয়া সুলতানা মিতুর নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু শামা নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৪৮৭টি। মিজানুর রহমান চামচ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯১৭, অধ্যক্ষ জহুরুল ইসলাম রিপন পেয়েছেন মোবাইল মার্কা প্রতীক নিয়ে ১ হাজার ৩৩৯ ও রেল ইঞ্জিন প্রতীক নিয়ে মোতাহার হোসেন পেয়েছেন ১ হাজার ৮৮ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে ৯টি কেন্দ্রের ৬২ কক্ষে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

পৌর এলাকাটিতে মোট ভোটার সংখ্যা ছিল ২৩ হাজার ৫৪১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৭৭৬ জন এবং পুরুষ ভোটার ১১ হাজার ৮৮৬ জন। ভোটে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আর ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৫ হাজার ৬৫০ জন।

রিটার্নিং অফিসার জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি এবং র‌্যাব-পুলিশ ও আনসারসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে ছিলেন। ইভিএম পদ্ধতিতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।
পৌরসভার নির্বাচিত মেয়র আব্বাস আলি বরখাস্ত হলে সেই শূন্য পদে উপনির্বাচনে মেয়র নির্বাচিত হলেন তারই স্ত্রী। বিপুল ভোটে নির্বাচিত করায় পৌরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পৌর এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন রাবেয়া সুলতানা মিতু।

Share this news on:

সর্বশেষ

img
১৮তম নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৭৯৯৮১ জন May 15, 2024
img
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫৬ May 15, 2024
img
ঈদুল আজহার আগেই বেতন-বোনাস পাচ্ছেন শ্রমিকরা May 15, 2024
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর ও বিস্তৃত করার লক্ষ্যে আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী May 15, 2024
img
শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু May 15, 2024
img
ভিভো ভি৩০ লাইট: কম সময়ে দ্রুত চার্জ May 15, 2024
img
কৃষি খাতে বাজেট বাড়ানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী May 15, 2024
img
পেছনে ফিরে তাকাতে চাই না, সম্পর্ক এগিয়ে নিতে চাই: ডোনাল্ড লু May 15, 2024
img
জমকালো আয়োজনে টাইগারদের বিশ্বকাপ ফটোসেশন May 15, 2024
img
চূড়ান্ত রায়ের আগে কনডেম সেলে নয়, হাইকোর্টের দেয়া রায় স্থগিত May 15, 2024